বাসস
  ০২ এপ্রিল ২০২৩, ২২:৪৪

প্রথম আলো সম্পাদকের আগাম জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট

ঢাকা, ২ এপ্রিল, ২০২৩ (বাসস) : ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। 
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, জেড আই খান পান্না, সৈয়দা রিজওয়ানা  হাসান ও প্রশান্ত কুমার কর্মকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি এটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি।
এর আগে আজ হাজির হয়ে আগাম জামিন চেয়ে আবেদন করেন মতিউর রহমান। গত ২৯ মার্চ রাতে মামলাটি দায়ের করেন এডভোকেট আব্দুল মালেক (মশিউর মালেক)।