বাসস
  ০৫ এপ্রিল ২০২৩, ২৩:৫২
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০০:৪২

স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ প্রকাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিন্দা

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : মহান স্বাধীনতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে সুকৌশলে কটাক্ষ করে স্বাধীনতা দিবসেই একটি জাতীয় দৈনিক পত্রিকায় বানোয়াট সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ এবং ওই সংবাদকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
আজ এক বিবৃতিতে শিক্ষক সমিতি নেতৃবৃন্দ বলেন, "বিগত ২৬ মার্চ ২০২৩ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নকে সুকৌশলে খাটো করার অভিপ্রায়ে দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে।" 
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। পরপর তিনটি সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতায় ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অদ্যাবধি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সুদীর্ঘ এই শাসনামলে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের প্রায় সবকটি সূচকে ঈষণীয় অগ্রগতির মধ্য দিয়ে দেশ আজ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত পর্যায়ে আছে যার ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ জাতির পিতার সেই উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।