শিরোনাম
নাটোর, ১১ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলায় আজ নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার সাতজন রোগাক্রান্ত ও অসহায় ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত সাড়ে তেরলাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা একটায় নিজ দপ্তরে এসব চেক হস্তান্তর করেন নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল শাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।