লালমনিরহাট সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ-বিজিবির বাধায় কাজ বন্ধ করলো বিএসএফ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২১:৫৪

লালমনিরহাট, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ক্লাব পাড়া এলাকায় ৮ বাই ৪১ এস নং পিলারের  অভ্যন্তরে সকাল ১১ টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণ শ্রমিকের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যক্রম চোখে পড়ে।

আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা, কিন্তু কিছুক্ষণ পরে আবার বিএসএফের অধিক সংখ্যক সদস্য নিয়ে এসে ক্ষমতা খাঁটিয়ে বেড়া নির্মাণ করে।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি এডি আমির খসরু বলেন, আমরা খবর পেলে তাৎক্ষণিক বিজিবির সদস্যরা গিয়ে তাদের বাধা প্রদান করলে বিএসএফ প্রায় ৫০০ মিটারের মত বেড়া নির্মাণ করে বাকি সরঞ্জাম নিয়ে কাজ বন্ধ করে চলে যায়।

তিনি আরো জানন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএসএফের ডিআইজি গৌতম ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি- বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকে বেড়া নির্মাণ বন্ধ ও নির্মিত বেড়া সরানোর বিষয়ে একমত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০