বাসস
  ১৩ এপ্রিল ২০২৩, ২০:৪৬

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ : বিরোধীদলীয় নেতা 

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক বার্তায় বিরোধীদলীয় নেতা এই শুভেচ্ছা  জানান। 
রওশন এরশাদ আরো বলেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমানকাল হতে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাঙালি জাতি পহেলা বৈশাখ উদযাপন করে আসছে।
তিনি বলেন, পহেলা বৈশাখে মানবিকতা, অসাম্প্রদায়িকতা আর গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের নতুন শপথে দাঁড়াতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে সংস্কৃতির শক্তিতে, মানবিকতার শক্তিতে। একটি সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশই আমাদের লক্ষ্য। 
রওশন এরশাদ বলেন, বাঙালির জীবনে বছরে একবারই আসে এমনদিন। আমাদের বর্ষবরণের বড় বৈশিষ্ট্য ধর্ম- বর্ণ নির্বিশেষে সবার উৎসব। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। 
বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন, সব রোগ-শোক-জরা-গ্লানি ঝেড়ে ফেলে নতুন বছর দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে।