বাসস
  ১৬ এপ্রিল ২০২৩, ২০:১৭

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন

কুষ্টিয়া, ১৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : কুষ্টিয়ায় ভারতীয় ১৬ তম ভিসা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 
আজ রোববার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে এ ভিসা প্রসেসিং সেন্টারের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান¡ সদর উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।  
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমাদের এ অঞ্চলের সীমান্তবর্তি এলাকা সমুহের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক নিয়ে কাজ করেছে। সেই লক্ষ্যে এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দুদেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে। সে লক্ষ্যে আজ  ১৬ তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো। 
তিনি বলেন, আমি আশা করি এর মাধ্যমে এ এলাকার মানুষের ভ্রমন, চিকিৎসাসহ যে কোন প্রয়োজনে ভারতে যাতায়াতে আরও সহজতর হবে। 
এর আগে বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও ভারতের পক্ষে হাই কমিশনার প্রণয় ভার্মা চুক্তি স্বাক্ষর করেন।