বাসস
  ১৭ এপ্রিল ২০২৩, ১৯:৫২

অসহায় জটিল রোগীদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার : সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ

ময়মনসিংহ, ১৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসহায় গরীব জটিল রোগীদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে ক্যান্সার, কিডনী, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগীদের এককালীন অর্থ সাহায্য প্রদান করছেন প্রধানমন্ত্রী। 
প্রতিমন্ত্রী আজ সোমবার মুক্তাগাছা উপজেলা পরিষদ ক্যাম্পাসে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জটিল রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানব সেবা ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অবদান সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তিনি চেক গ্রহণকারীদের আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামীলীগ সরকারই দেশ ও জনগণের কল্যাণ ও সমৃদ্ধিতে দেশ-বিদেশে নজির সৃষ্টি করেছেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তাগাছা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, উপজেলা সমাজ কল্যাণ অফিসার জহিরুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অধ্যাপক সেলিম সরকার উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী উপজেলার পৌরসভা ও ১০টি ইউনিয়নের ২৫ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।