বাসস
  ১৭ এপ্রিল ২০২৩, ২২:৪৮
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২২:৫০

প্রবীণ সাংবাদিক মাশুক উল হক আর নেই

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৩ (বাসস): জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক মাশুক উল হক আর  নেই। 
আজ সন্ধ্যায় তিনি রাজধানীর উত্তরার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক  মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী  রেখে গেছেন।
মাশুক উল হক ১৯৪৫ সালের ১ জানুয়ারি ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি এদেশের বরেণ্য সাংবাদিক প্রয়াত ওবায়েদ উল হকের পুত্র। বাংলাদেশ অবজারভারের মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ ফিনানসিয়াল এক্সপ্রেসের এডিটরিয়াল কন্সালটেন্ট ছিলেন তিনি।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আজ এক বিবৃতিতে মাশুক উল হকের মৃত্যুতে গভীর  শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।