বাসস
  ১০ জুন ২০২৩, ১১:০৫

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে প্রাণচাঞ্চল্য ফিরেছে

কুমিল্লা (দক্ষিণ), ১০ জুন, ২০২৩ (বাসস) : করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর তিন মাস বন্ধ থাকার পর যাতায়াতের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরটি খুলে দেওয়ার পর স্থলবন্দরটিতে আবারও ফিরছে প্রাণচাঞ্চল্য। বন্দরটি খুলে দেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের যাতায়াতে ফের মুখর হয়ে ওঠছে দেশের ১৩তম এ বন্দর।
বিবির বাজার স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা হারাধন চন্দ্র পাল বাসসকে বলেন, দুই বছর তিন মাস পর বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে যাত্রীদের জন্য বন্দর খুলে দেওয়া হয়েছে। তবে গত দুই বছর সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকলেও এ বন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক ছিল।
বিবির বাজার ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, এখন সেই আগের মতো বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
প্রসঙ্গত, কুমিল্লার বিবির বাজার দেশের ১৩ তম স্থলবন্দর। ২০০৯ সালের ২৩ এপ্রিল এ বন্দরের কার্যক্রম শুরু হয়। রাজধানী থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর এটি। কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার শ্রীমন্তপুর। বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।