গাজীপুরে পাইকারী কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬ আপডেট: : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার একটি পাইকারী কাঁচাবাজারে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : বাসস

গাজীপুর, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গাজীপুরে মহানগরের ভোগড়া বাইপাস এলাকার একটি পাইকারী কাঁচাবাজারে আজ সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাইকারী এই কাঁচাবাজারে সমস্ত মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আজ সকালে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টা ২৫ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৮টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। 

এছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ ৬টি ইউনিটকে ঘটনাস্থলে আসতে বলা হয় এবং কোনবাড়ী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের কর্মীরা ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, জেলার সর্ববৃহৎ এই কাঁচাবাজারে পাইকারি মালামাল বিক্রি করা হয়। বাজারটিতে প্রায় ৪শতাধিকের অধিক দোকান ছিল। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, সকালে আড়তের ফলপট্টিতে আগুন দেখতে পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এর মধ্যেই আগুন আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে মালামাল পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০