নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ আপডেট: : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০
নাটোরে আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর নিবন্ধন শুরু হয়েছে। ছবি : বাসস

নাটোর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আজ থেকে জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর নিবন্ধন শুরু হয়েছে।

জেলার সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ নিবন্ধন কেন্দ্রে সকাল ৯ টায় এই কার্যক্রম শুরু হয়। এর আগেই  নিবন্ধন ইচ্ছুক ছেলে ও মেয়েরা লম্বা লাইনে দাঁড়িয়ে যান। নিবন্ধন টিমে ছয়জন অপারেটর কম্পিউটারসহ ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ ছবি তোলার যন্ত্রাপাতি নিয়ে কাজ করছেন। ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান, নিবন্ধন কার্যক্রমের  টিম লিডার ইমরুল কায়েস পরাগ।

উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নাটোর পৌরসভার এক থেকে চার নম্বর ওয়ার্ডে নিবন্ধিত বাসিন্দাদের নিবন্ধন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ কেন্দ্রে পৌরসভার  পাঁচ থেকে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিবন্ধন কার্যক্রম চলবে। এরপর পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ৬ মার্চ।

এরআগে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর তথ্য সংগ্রহ করেন। এই কর্মসূচীর আওতায় জেলার সাতটি উপজেলায় মোট ৫২ হাজার ৮৭১ ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয়েছে।  
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আহতদের চিকিৎসায় কুমিল্লা থেকে শতাধিক ব্যাগ রক্ত ঢাকায়
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় এনসিপির পদযাত্রা স্থগিত
বিমান দুর্ঘটনার পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮
উত্তরার বিমান দুর্ঘটনায় শোকবার্তা ঢাবি’র সাদা দলের
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ৮ জনের মরদেহ হস্তান্তর
বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক
বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির শোক 
বিমান দুর্ঘটনায় আহতদের পাশে জেডআরএফ চিকিৎসক দল
আজকের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত
১০