নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ আপডেট: : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০
নাটোরে আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর নিবন্ধন শুরু হয়েছে। ছবি : বাসস

নাটোর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আজ থেকে জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর নিবন্ধন শুরু হয়েছে।

জেলার সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ নিবন্ধন কেন্দ্রে সকাল ৯ টায় এই কার্যক্রম শুরু হয়। এর আগেই  নিবন্ধন ইচ্ছুক ছেলে ও মেয়েরা লম্বা লাইনে দাঁড়িয়ে যান। নিবন্ধন টিমে ছয়জন অপারেটর কম্পিউটারসহ ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ ছবি তোলার যন্ত্রাপাতি নিয়ে কাজ করছেন। ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান, নিবন্ধন কার্যক্রমের  টিম লিডার ইমরুল কায়েস পরাগ।

উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নাটোর পৌরসভার এক থেকে চার নম্বর ওয়ার্ডে নিবন্ধিত বাসিন্দাদের নিবন্ধন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ কেন্দ্রে পৌরসভার  পাঁচ থেকে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিবন্ধন কার্যক্রম চলবে। এরপর পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ৬ মার্চ।

এরআগে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর তথ্য সংগ্রহ করেন। এই কর্মসূচীর আওতায় জেলার সাতটি উপজেলায় মোট ৫২ হাজার ৮৭১ ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয়েছে।  
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০