নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ আপডেট: : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০
নাটোরে আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর নিবন্ধন শুরু হয়েছে। ছবি : বাসস

নাটোর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আজ থেকে জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর নিবন্ধন শুরু হয়েছে।

জেলার সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ নিবন্ধন কেন্দ্রে সকাল ৯ টায় এই কার্যক্রম শুরু হয়। এর আগেই  নিবন্ধন ইচ্ছুক ছেলে ও মেয়েরা লম্বা লাইনে দাঁড়িয়ে যান। নিবন্ধন টিমে ছয়জন অপারেটর কম্পিউটারসহ ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ ছবি তোলার যন্ত্রাপাতি নিয়ে কাজ করছেন। ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান, নিবন্ধন কার্যক্রমের  টিম লিডার ইমরুল কায়েস পরাগ।

উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নাটোর পৌরসভার এক থেকে চার নম্বর ওয়ার্ডে নিবন্ধিত বাসিন্দাদের নিবন্ধন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ কেন্দ্রে পৌরসভার  পাঁচ থেকে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিবন্ধন কার্যক্রম চলবে। এরপর পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ৬ মার্চ।

এরআগে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর তথ্য সংগ্রহ করেন। এই কর্মসূচীর আওতায় জেলার সাতটি উপজেলায় মোট ৫২ হাজার ৮৭১ ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয়েছে।  
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০