হঠাৎ কালবৈশাখিতে লন্ডভন্ড ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষেতের ফসল

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৪৯
লালমনিরহাটে কালবৈশাখিতে লন্ডভন্ড ঘরবাড়ি। ছবি : বাসস

লালমনিরহাট, ১৫ মে ২০২৫ (বাসস): জেলা সদর, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় আকস্মিক কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থেমে থেমে কয়েক দফা ঝড়ে লন্ডভন্ড হয়েছে আধা পাকা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষেতের ফসল। সড়কে বড় বড় গাছ উপড়ে পড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

গতকাল বুধবার দিনগত রাত ১১ টার পর শুরু হওয়া কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। তিন উপজেলার এক হাজারের ওপর কাঁচা, আধাপাকা ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঝড়ের সঙ্গে প্রবল শিলাবৃষ্টি হওয়ায় উঠতি বোরো ধান, ভুট্টা, পাট, আম, লিচু, কলাবাগান এবং সবজির ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গাছ উপড়ে পড়ে রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ ছিল লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক ও রেলরুট।

লালমনিরহাটে বুড়িমারী মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপরে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা সকাল থেকে গাছগুলো কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। 

আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল বটতলা এলাকায় বিশাল একটি বটগাছ উপড়ে পড়ে দুই পরিবারের অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত মোছা. সেফালী বেগমকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রেললাইনের ওপর গাছ পড়ে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলওয়ে বিভাগের একটি দল গাছ অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

আকস্মিক কালবৈশাখি ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজ সন্ধ্যা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও তিন উপজেলার অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।  ফলে হাজারো মানুষ খাবার পানি, মোবাইল ফোন চার্জ ও রাতের আলো নিয়েও বিপাকে পড়েন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইনের কাজ চললেও স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

কাকিনা চাঁপারতল কবরস্থান নুরানী ক্যাডেট একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার টিনের চালা উড়ে লন্ডভন্ড হয়ে গেছে। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে স্থান নিয়েছে। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে ব্যবসায়ীদের পণ্য। অনেক বাড়ির মাটির দেয়াল ধসে পড়েছে, বহু পরিবার হয়ে পড়েছে আশ্রয়হীন।

স্থানীয় কৃষক আব্দুল করিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধারদেনা করে এবার ধান আবাদ করেছিলাম। ঝড় ও শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন আমি কী করবো!

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রাকিবুল ইসলাম পলাশ বাসসকে জানান, হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখি ঝড় গত কয়েক বছরের তুলনায় অনেক শক্তিশালী থাকায় তার ওয়ার্ডে অন্তত ৪০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণ শুরু করেছে। জনপ্রতিনিধি ও ত্রাণ কর্মকর্তারা মাঠে কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে বা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আবহাওয়া স্বাভাবিক হলেও ঝড়ের রেখে যাওয়া ক্ষত কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন এলাকাবাসী।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে বেশি ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ঘর মেরামতের জন্য সহায়তা করা হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করা হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার বলেন, কালীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে সাড়ে ৭ হাজার টাকা ও কিছু চাল দেওয়া হয়েছে। তালিকা পেলেই দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। 

সড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের অনুরোধ উপেক্ষা করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন,ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০