ঝিনাইদহ, ১৪ আগস্ট ২০২৫ (বাসস): মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলার সদর উপজেলায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের পুত্র এবং আরাফাত হোসেন (১৬) একই গ্রামের কোরবান আলীর পুত্র। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতদের স্বজনরা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন । ফরিদপুরে যাওয়ার পথে শিহাব মারা যান। আশংকাজনক অবস্থায় আরাফাতকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরাফাত হোসেনও মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে । তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে তাদের মরদেহ দাফন করা হবে।