বাগেরহাট, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাগেরহাটের ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী জেলা ছাত্র শিবির। চলতি বছর জেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এ সম্মাননা দেওয়া হয়।
শিবিরের জেলা সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক নোমান হোসেন নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি আমিনুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ ইউনুস আলী, জেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ।