সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৩:০৯
সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরা শহরের মাদক কারবারি গ্রেপ্তার। ছবি :বাসস

সাতক্ষীরা, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরা শহরের মাদক কারবারি এম এম রবিউল ইসলাম (৬০) গ্রেপ্তার হয়েছেন। 

শনিবার রাতে শহরের কাটিয়া রেজিস্ট্রি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সেনা ক্যাম্প।

গ্রেপ্তার রবিউল ইসলাম শহরের কাটিয়া রেজিস্ট্রি পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযানে রবিউলের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল, পাসপোর্টসহ অসংখ্য কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকায় অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং ফেনসিডিল ব্যবসা চালাতেন। 

তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে। আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাতেই সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আজ রোববার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০