সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৩:০৯
সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরা শহরের মাদক কারবারি গ্রেপ্তার। ছবি :বাসস

সাতক্ষীরা, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরা শহরের মাদক কারবারি এম এম রবিউল ইসলাম (৬০) গ্রেপ্তার হয়েছেন। 

শনিবার রাতে শহরের কাটিয়া রেজিস্ট্রি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সেনা ক্যাম্প।

গ্রেপ্তার রবিউল ইসলাম শহরের কাটিয়া রেজিস্ট্রি পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযানে রবিউলের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল, পাসপোর্টসহ অসংখ্য কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকায় অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং ফেনসিডিল ব্যবসা চালাতেন। 

তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে। আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাতেই সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আজ রোববার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু কাল
সার্বিয়ার বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে
চিকিৎসার জন্য গৃহবন্দি থেকে মুক্তি পেয়ে হাসপাতালে গেলেন বলসোনারো
গাজা যুদ্ধের অবসান ও জিম্মি চুক্তির দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ
ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
জানুয়ারি থেকে নাইজার মরুভূমি পার হওয়ার সময় ৩৫ অভিবাসীর মৃত্যু: এনজিও
বলিভিয়ার নির্বাচনে ডানপন্থীরা ক্ষমতায় ফিরছেন
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে সংবাদ সম্মেলন
রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা
১০