চুয়াডাঙ্গা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাসটার্মিনাল এলাকায় গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ রহিম নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় জব্দ করা হয় ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
আজ বুধবার রাত ১ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা শহরের বাসটার্মিনাল সংলগ্ন মামুন ফিলিং স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচাল বেলাল হোসেন ও পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের নসকর আলীর ছেলে মো. আব্দুর রহিমকে (৪৭) আটক করা হয়। পরে রহিমের গোডাউন তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত রহিমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।