ভৌগোলিক কারণে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫ আপডেট: : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার রাজধানীর গুলশানে ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভৌগোলিক অবস্থান ও বদ্বীপ দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, এই সংকট কেবল টিকে থাকার বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে জড়িত। 

মঙ্গলবার রাজধানীর গুলশানে ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুইজারল্যান্ড দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

উন্নয়ন সহযোগীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সহায়তা নীতি পুনর্বিবেচনা করে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আরও কার্যকরভাবে সহযোগিতা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সংকট যত বড়ই হোক, সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তি হিসেবে ধারণ করে উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সমাধানের পথে এগিয়ে যাব।

রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় জ্ঞানভিত্তিক উদ্যোগ, বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি। আমাদের সময় ও সম্পদ সীমিত, তাই যৌথভাবে পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের জনগণ সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবিলা করছে। কিন্তু পর্যাপ্ত প্রশমন কার্যক্রম ও আন্তর্জাতিক সহায়তা না থাকায় সক্ষমতা বারবার সীমায় এসে ঠেকছে। অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা এখনও প্রত্যাশিত মাত্রায় পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে বক্তৃতা দেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর প্রতিনিধি ভ্যালান্টাইন আচাচো এবং বাগেরহাটের শরণখোলার লাবনী আক্তার।

পরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ প্রদর্শনীর জন্য আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপদেষ্টা। সেসময় শিক্ষার্থী ও জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গেও মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানের ছবি খাগড়াছড়ির দাবি করে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়ির দাবিতে ভাইরাল ভিডিও ভিন্ন ঘটনার: ফ্যাক্টওয়াচ
দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলে উপহার বিতরণ বিএনপির
হেফাজতে ইসলামের অসুস্থ নেতার পাশে বিএনপি
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
১০