খুলনার ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২
খুলনায় সম্প্রতি নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ছবি: বাসস

খুলনা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় সম্প্রতি নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার বিকেলে তার সম্মেলনকক্ষে এ মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতাসহ খুলনার সমস্যার পেছনের মূল কারণগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। ভূমি অফিসগুলোতে জমির খাজনা প্রদান, মিউটেশন প্রভৃতি করার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অবশ্যই তার সমাধান করা হবে। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুত থাকা যেকোনো তথ্য গণমাধ্যমকে সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও সহজ করার চেষ্টা থাকবে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে সহযোগী হয়ে থাকতে চাই, অভিভাবক হিসেবে নয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড
নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজ কল্যাণ উপদেষ্টা
নেত্রকোণায় সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী কবিতা উৎসব
রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
চুক্তি চূড়ান্ত করতে চাপের মুখে দেশগুলো, কপ৩০ সম্মেলনে ফিরছেন লুলা
নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান 
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক চুক্তি, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি অনুমোদন : হোয়াইট হাউস
ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অর্ডার অনুমোদন যুক্তরাষ্ট্রের
১০