সাতক্ষীরায় সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার ৩

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২

সাতক্ষীরা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করেছে।  

এ সময় তার সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল রানাকেও গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।

এর আগে বুধবার রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে মাসুদের কাছ থেকে ইয়াবা ও একটি চাপাতি এবং মাদকসেবী জুয়েল রানার কাছ থেকে গাঁজা সেবনের কলকি ও ফেনসিডিল জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, মাদকসেবনসহ একাধিক মামলা রয়েছে।

আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর কোপা মাসুদসহ অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে রাখা হয়। আজ দুপুরে তাদের থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন জরুরি : আমীর খসরু
ডিসিসিআই এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষর
মেসিকে বিদায় বলতে চাননা স্কালোনি
আইসিটি আইনের মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু
ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা আটকা পড়ে ৭ জনের মৃত্যু : এনজিও
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আগামীকাল 
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের বগি লাইনচ্যুত
১০