জয়পুরহাট, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নানা আয়োজনে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সহ সভাপতি মৌসুমি আক্তার, রেখা আক্তার ও সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ নেতৃবৃন্দ।
পরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।