ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ 

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫
নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ছবি: বাসস

ঝিনাইদহ, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

এছাড়া বিভিন্ন খালে স্থাপন করা ১১টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: গোলাম সরোয়ার।

জানা গেছে, সকাল ১১টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া  ও সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড়, বামনআইল ঝাফর বিলসহ বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানকালে ২৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, দেশি মাছের বিস্তার ও বংশবৃদ্ধির লক্ষ্যে দুয়ারি ও কারেন্ট জাল জব্দের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া নদী ও খালের পানির প্রবাহ ব্যাহত করে এমন অবৈধ বাঁধ অপসারণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৬২৫ জন 
হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ
বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
১০