নীলফামারী, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): উজানের ঢলের পানিতে জেলার তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। আজ সোমবার সকাল নয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার এক সেন্টিমটার নীচ দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আজ সোমবার সকাল নয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার এক সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় সেখানে পানি প্রবাহ ছিল বিপদসীমার তিন সেন্টিমিটার নিচে। ওই পয়েন্টে নদীর পানির বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
এর আগে উজানের ঢলে গত ১৪ আগস্ট ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পানি কমে গেলে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়।
তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।