অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯ আপডেট: : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩
ছবি : বাসস

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু। এ ধরনের জাল দিয়ে তারা মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে। তাই কোনো অবস্থাতেই এ জাল ব্যবহারকারীদের প্রশ্রয় দেওয়া হবে না।

আজ শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  বলেন, শুধু ব্যবহারকারীদের বিরুদ্ধেই নয়, অবৈধ জাল উৎপাদনকারী কারখানা ও বিক্রেতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে।

মৎস্য উপদেষ্টা বলেন, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত অভয়াশ্রম গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, ‘এ সামান্য দাবি বাস্তবায়ন করতে না পারা আমাদের জন্য ব্যর্থতা হবে।’

উপদেষ্টা বলেন, মাছ ছাড়াও আরও অনেক কিছু চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। 

তিনি মৎস্য উৎসব প্রসঙ্গে বলেন, উৎসব আয়োজন করতে গিয়ে মাছের ক্ষতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ছাড়া তিনি বলেন, খনন কার্যক্রম শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না, বরং পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এ প্রক্রিয়া তরান্বিত করা হবে।

উপদেষ্টা আরও বলেন, জাটকা রক্ষা ও ইলিশ সংরক্ষণে সরকার ইতোমধ্যে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। তবে নদীর নাব্যতা হ্রাস ও সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে ইলিশ কাঙ্ক্ষিত মাত্রায় সাগর থেকে নদীতে আসতে পারেনি, যার ফলে এ মৌসুমে ইলিশ আহরণ কিছুটা কম হয়েছে।

ঠকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.মো: আবদুর রউফ, ঠাকুরগাঁও-এর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, বুড়ির বাঁধ মৎস্যজীবী সমিতির সভাপতি মাসুদ রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০