নীলফামারীর সাবেক এমপি পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০
‎‎‎নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। ফাইল ছবি

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ‎‎‎নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মেজবাহ উর রহমান শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

পরের দিন ৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৬ সেপ্টেম্বর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানির জন্য আজ ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে আসামিরা গুলি চালায়। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম,মেহেদী হাসান,ইডেন কলেজের শিক্ষার্থী সাম্মী আক্তারসহ অনেকে আহত হন। এ ঘটনায়  নিউমার্কেট থানায় মাজেদুল ইসলামের চাচাতো ভাই গত বছরের ২৬ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবেন পাপুয়া নিউ গিনির নাগরিকরা
ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি
পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার
কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল
দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের ৪৫৫টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে তিতাসের অভিযান
রোমানিয়ায় ড্রোন অনুপ্রবেশ কিয়েভের উস্কানি : রাশিয়া
১০