পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১০

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়া তাদের মর্যাদা তার আইনে ‘স্থায়ীভাবে অন্তর্ভুক্ত’ ও অপরিবর্তনীয়’ বলে ঘোষণা করেছে। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ তথ্য  জানিয়েছে। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, পরমাণু নিরস্ত্রীকরণের দাবির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কর্তৃক সম্পাদিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন বলেছে, ‘সম্প্রতি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরদের এক সভায় আমেরিকা আবারও আমাদের পরমাণু অস্ত্র রাখার বিষয়টি অবৈধ বলে আখ্যা দিয়ে এবং পরমাণু নিরস্ত্রীকরণের জন্য একটি গুরুতর রাজনৈতিক উস্কানি দিচ্ছে।’ 

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দেশের সর্বোচ্চ ও মৌলিক আইনে ‘স্থায়ীভাবে অন্তর্ভুক্ত’ পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদা অপরিবর্তনীয় হয়ে পড়েছে।’ 

বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে দেশটির সম্পর্ক নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আইএইএ-র ‘পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আইনি কর্তৃত্ব বা নৈতিক যুক্তি নেই।’ 

পরমাণু পরিদর্শন নিয়ে অচলাবস্থার পর ১৯৯৪ সালে উত্তর কোরিয়া আইএইএ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। 

তারা দাবি করে যে ওয়াশিংটন তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য সংস্থাটিকে ব্যবহার করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি দায়িত্বশীল পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার বর্তমান অবস্থা পরিবর্তন করার জন্য যে কোনো প্রচেষ্টার উদ্যোগের দৃঢ় বিরোধিতা ও প্রত্যাখ্যান করবে পিয়ংইয়ং।’

গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের পর এই বিবৃতি দেওয়া হয়েছে। 

কিম অস্ত্র গবেষণা কেন্দ্র  পরিদর্শনের সময় বলেছিলেন, পিয়ংইয়ং একযোগে পরমাণু বাহিনী ও প্রচলিত সশস্ত্র বাহিনী নির্মাণকে এগিয়ে নেওয়ার নীতি এগিয়ে নেবে।

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে, উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনই তার পরমাণু অস্ত্র ত্যাগ করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০