রুমায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫
রুমায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে গণসচেতনতামূলক কর্মসূচি । ছবি: বাসস

বান্দরবান, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বান্দরবানের রুমায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে গণসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

স্বাস্থ্যকর্মীরা জানান, জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে লালচে দাগ ও হাড়-গোড় ব্যথা এসব ডেঙ্গুর সাধারণ লক্ষণ। আর বারবার জ্বর, শীত-ঠাণ্ডা লাগা, প্রচণ্ড দুর্বলতা ম্যালেরিয়ার লক্ষণ হিসেবে দেখা দেয়। সম্প্রতি এসব রোগের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ দিন হাসপাতাল চত্বরে ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি বটতলী পাড়া, বাগান পাড়া, মংশৈপ্রু পাড়া, আমতলী পাড়া ও কৈক্ষ্যংঝিড়ি এলাকায় দোকানপাট ও বাড়ি ঘুরে সচেতনতামূলক প্রচার করা হয়। এ সময় স্থানীয়দের ময়লা-আবর্জনা ফেলার ক্ষতি এবং জমে থাকা পানিতে মশার প্রজননের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়।

কর্মসূচিতে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির কর্মী, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সদস্য এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

রুমা সদর ইউনিয়নের মহিলা সদস্য ক্রাসাউ মারমা বলেন, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে। সবাই নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখলে এ রোগের প্রকোপ অনেকটাই কমে যাবে।

সচেতনতামূলক এ উদ্যোগে স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেছেন। বটতলী পাড়ার একজন বলেন, এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ খুব দরকার ছিল। আগে এখানে ময়লা পড়ে থাকত, এখন পরিষ্কার হচ্ছে দেখে ভালো লাগছে।

কৈক্ষ্যংঝিড়ি এলাকার মো. বেলাল বলেন, বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের নিয়মগুলো আমাদের বোঝানো হয়েছে। এতে আমরা অনেক সচেতন হয়েছি। আশা করি এ ধরনের উদ্যোগ চলতে থাকবে।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা রুবেল বলেন, ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রথমে সাধারণ জ্বর ভেবে অবহেলা করা হয়। কিন্তু এ অবহেলা প্রাণঘাতী হতে পারে। তাই জ্বর হলে অবশ্যই দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে। পাশাপাশি ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা ছাড়া বিকল্প নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেদারল্যান্ডসের নির্বাচনে জয়ের পথে মধ্যপন্থী দল ডি৬৬: স্থানীয় সংবাদ সংস্থা
কানাডার প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন সি চিনপিং
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি
পাচারকালে লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার উদ্ধার
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে ছড়াচ্ছে জামায়াতের কর্মসূচির ভিডিও : রিউমার স্ক্যানার
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে : তামিম ইকবাল
ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন
টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ কোস্ট গার্ডের
ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না : এটর্নি জেনারেল ‎
১০