চাঁদপুর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে পশ্চিম বাজারস্থ আনন্দ প্যালেসে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
পূজা উদযাপন হাজীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল সাহার সার্বিক তত্ত্ববধানে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা এবং হাজীগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি নরেশ চন্দ্র রায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ শীল, লক্ষী কান্ত দাস, কোষাধ্যক্ষ সহদেব চক্রবর্তী, সহ-কোষাধ্যক্ষ সুমন সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সনজু দাস প্রমুখ।