ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ সুদানের বিরোধীদলীয় নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আজ সোমবার আদালতে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও বিশ্বাস লংঘনের অভিযোগ আনা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আদালতের বিরুদ্ধে পক্ষপাতদূষ্টের অভিযোগ এনে রিক মাচারের আইনজীবী বলেছেন, ‘এই আদালতে মহামান্য ডক্টর রিক মাচারের বিচার করা উচিত নয়।’
জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বিরুদ্ধে এ বছরের শুরুতে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তবে তার সমর্থকরা বলছেন, অভিযোগগুলো তাকে সরিয়ে দেওয়ার এবং ২০১৮ সালের ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে দুর্বল করার প্রচেষ্টার একটি অংশ।