আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিজের দেশকে আর চিনতে পারেন না বলে মন্তব্য করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। 

রোববার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তার সর্বশেষ চলচ্চিত্র উপস্থাপনা করার সময় মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশ্বখ্যাত অভিনেত্রী।

গণমাধ্যমের সমালোচনার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ব্যবস্থা গ্রহণ ও রক্ষণশীল প্রভাবশালী চার্লি কার্কের হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্যের জন্য লেট-নাইট হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত করার পর, মার্কিন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে জোলি এ মন্তব্য করেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার বিষয়ে তিনি ভীত কি-না, এমন প্রশ্নের জবাবে জোলি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। তবে আমি এই মুহূর্তে আমার দেশকে চিনতে পারছি না।’ 

তিনি আরও বলেন, ‘যে কোনো কিছু, যে কোনো জায়গায় বা যে কারো কাছ থেকে ব্যক্তিগত অভিব্যক্তি ও স্বাধীনতাকে সীমিত করাকে আমি অবশ্যই খুব বিপজ্জনক মনে করি।’

তিনি বলেন, আমরা সবাই এক সঙ্গে একটি কঠিন সময় পার করছি।

৫০ বছর বয়সী জোলি সান সেবাস্তিয়ানে ফরাসি চলচ্চিত্র নির্মাতা অ্যালিস উইনোকুর পরিচালিত  ‘কৌচার’-এর প্রচারণা চালাচ্ছেন। 

ছবিটি উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন শেলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

অস্কারজয়ী এই অভিনেত্রী ‘গার্ল, ইন্টারাপ্টেড’ ছবিতে তার ভূমিকার জন্য ১৯৯৯ সালে সম্মানিত হন।

২০১৩ সালে জোলির ডাবল মাস্টেকটমি করা হয় এবং ক্যান্সারের উচ্চ জেনেটিক ঝুঁকি কমাতে পরে তার ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণ করা হয়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার তার মা ও নানীর জীবন কেড়ে নেয়।

জোলি জানান, ছবিটি তৈরি করার সময় তিনি প্রায়শই তার মায়ের কথা ভাবতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় বেড়েছে পূজামণ্ডপের সংখ্যা, ব্যস্ত প্রতিমা কারিগররা
লক্ষ্মীপুরে আগুনে ১০ দোকান পুড়ে ছাই
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১২ গবেষক
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, সামগ্রিক সংস্কৃতির অংশ : বকুল
সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু
ইইউ প্রাক নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক শুরু
আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত: জার্মানি
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, আহত ১৮
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা 
১০