উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯
ছবি : বাসস

ঢাকা (উত্তর), ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আজ  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি বলেন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ দীর্ঘদিনের প্রত্যাশিত একটি বিষয় ছিল। আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

ডা. মো. সায়েদুর রহমান আরও বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে আধুনিক শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা উন্নত সুবিধা নিয়ে পাঠ গ্রহণ করতে পারবে। ভবনটিতে অত্যাধুনিক শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা থাকবে। এর ফলে মেডিকেল শিক্ষার মান উন্নত হবে এবং ভবিষ্যৎ চিকিৎসকরা আন্তর্জাতিক মানের শিক্ষা লাভের সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ এবং সেক্রেটারি মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম (অব.)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দাতা অধ্যাপক ডা. ফরহাদ হালিম। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসআরআইয়ের ট্রেজারার প্রকৌশলী জি. এম. জয়নাল আবেদীন ভুইয়া, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মহিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ডি. এম. মহিদুজ্জামান এবং পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (অব.)।

অনুষ্ঠানে বক্তারা করোনা, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবার প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জামায়াতের আমিরের
রোহিঙ্গা সংকটকে আলোচনার কেন্দ্রে রাখতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান
তরুণদের স্বপ্ন দেখালো খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’
পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পিরোজপুরের ১৩ জেলে ভারতের কারাগারে : দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের
বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক বর্জ্য রোধে সচেতনতা সেমিনার
১০