কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার দেবিদ্বার উপজেলায় ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থানীয় নেতারা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির নেতৃত্বে এলাহাবাদ, ধামতী ও গুনাইঘর ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন তারা। সেসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মণ্ডপগুলোতে উপহার পৌঁছে দেন তারেক মুন্সি। সঙ্গে ছিলেন দেবিদ্বার উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।