যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনের কাছে একটি ঘাঁটিতে শত শত শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক ব্যতিক্রমী  সম্মেলনে বক্তৃতা দেবেন।  

এই সামরিক কর্মকর্তাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডেকে আনা হয়েছে। 

তবে এ বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

সমাবেশটি এমন এক সময়ে হচ্ছে, যখন দেশে ও বিদেশে মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন বিতর্কের মুখে পড়েছে। 

ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি ডেমোক্র্যাট-শাসিত শহরে সৈন্য মোতায়েন করেছেন এবং ক্যারিবিয়ানে ছোট ছোট কথিত মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প অনেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। 

তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলো ও তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপরও হামলার নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউজের দৈনিক প্রেস নির্দেশিকায়, ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বক্তব্য দেবেন বলে তালিকাভুক্ত করা হয়েছে।

গত সপ্তাহে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টকে এই বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এর প্রশংসা করেন এবং বলেন, ‘আমি এটি পছন্দ করি। আমি বলতে চাইছি, এটি দুর্দান্ত।’

শীর্ষ সামরিক কর্মকর্তাদের একত্রে ডেকে আনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে— এই প্রশ্নে জল্পনা ছড়ালেও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটিকে ‘আসলে মোটেই অস্বাভাবিক নয়’ বলে দাবি করেন। 

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা এটা নিয়ে অযথা বড় করে তুলছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে কুমারী পূজায় ভক্তদের ঢল, বিশ্বশান্তি কামনা
নেত্রকোণায় রিকশা পেলেন সেই যমজ শিশুদের বাবা
ভোলায় মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন
মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইনডিপেনডেন্সের জন্য প্রতিবেদন আহ্বান
রাজধানীতে বিরল অ্যামাজন ওয়াটার লিলির অপরূপ সৌন্দর্য
পূজায় অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : আইজিপি
যুক্তরাষ্ট্রে নির্বাসিত ১২০ ইরানি দেশে ফিরবেন : মন্ত্রণালয়
চীনে বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে সংবর্ধনা
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে একই পরিবারের ৪ জন নিহত
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ধসে ৩ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮
১০