আলীকদমে পূজামণ্ডপে বিজিবির আর্থিক অনুদান

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩০
বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ছবি: বাসস

বান্দরবান, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

সোমবার বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে উপজেলার ৫টি পূজামণ্ডপে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। 

লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্তবর্তী আলীকদম উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে। পূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার হবে। বিজিবি সব সময়ই শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের পাশে থাকবে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অনুদান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে পূজার পরিবেশ আরও আনন্দঘন ও নিরাপদ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’
সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস উল্টে মা-মেয়ে নিহত
চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা
১০