আফগানিস্তান জুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তালেবান কর্তৃপক্ষ ফাইবার অপটিক নেটওয়ার্ক কেটে দেওয়ার পর মঙ্গলবার আফগানিস্তানে দ্বিতীয় দিন ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ রয়েছে।

তালেবান কর্তৃপক্ষ ‘অপরাধ’ রোধ করার লক্ষ্যে মাসের শুরুতে কিছু প্রদেশে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে শুরু করে।

ইন্টারনেট ওয়াচডগ নেটব্লকস জানায়, সোমবার রাতে সংযোগ স্বাভাবিক স্তরের এক শতাংশেরও কম হয়ে গেলে, মোবাইল ফোন সিগন্যাল ও ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

কাবুলের ৪২ বছর বয়সী দোকানদার নাজিবুল্লাহ বলেন, ‘ফোন ও ইন্টারনেট ছাড়া আমরা অন্ধ।’

‘আমাদের সমস্ত ব্যবসা মোবাইলের ওপর নির্ভরশীল। ডেলিভারি মোবাইল কলের মাধ্যমেই হয়। এই পরিস্থিতি ছুটির মতো, সবাই ঘরে। বাজার সম্পূর্ণ স্থবির।’

এই ঘটনার কয়েক মিনিট আগে, একজন সরকারি কর্মকর্তা এএফপি’কে সতর্ক করেন যে ফাইবার অপটিক বিচ্ছিন্ন করা হবে এবং এর ফলে মোবাইল ফোন পরিষেবাও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, ৮ থেকে ৯ হাজার টেলিযোগাযোগ পিলার বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবস্থাই চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, ‘যোগাযোগের অন্য কোনও উপায় বা ব্যবস্থা নেই। ব্যাংকিং সেক্টর ও কাস্টমসসহ  সারা দেশের সব কিছুতেই এর প্রভাব পড়বে।’

সাইবার নিরাপত্তা ও ইন্টারনেট নিয়ন্ত্রণ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস বলেছে, এই  ব্ল্যাকআউট ইচ্ছাকৃতভাবে পরিষেবা বিচ্ছিন্ন করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানী কাবুলে তাদের ব্যুরোর সঙ্গে এএফপি’র সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওমানে বসবাসকারী ৪০ বছর বয়সী নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান এএফপি’কে টেক্সট বার্তায় বলেন, ‘শাটডাউনের কারণে কাবুলে আমার পরিবারের সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০