মৌলভীবাজার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৬২টি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতারা।
শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী ও মহাসপ্তমীর দু’দিনে পূজামণ্ডপগুলোতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সেই লক্ষ্যে বিএনপি প্রত্যেকটি পূজামণ্ডপে যাচ্ছে। সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করা, বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, সমাজ থেকে বৈষম্য দূর করাসহ বিভিন্ন লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
মহসিন মিয়া মধু মণ্ডপে মণ্ডপে গিয়ে সকলকে আশ্বস্ত করে বলেন, বিএনপি সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছে ও পাশে রয়েছে। এ উৎসব সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তুলতে সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে আছে বিএনপি।
তিনি আরও বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৩২৩টি পূজামণ্ডপ রয়েছে। দু’দিনে ৬২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছি, চেষ্টা করব প্রত্যেকটি ামণ্ডপে যাওয়ার।
এসময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।