ময়মনসিংহ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি স্থানীয় নেতারা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার ৪নং গালাগাঁও ইউনিয়নের বারইপুকুরিয়া, কলুহরী, বাট্টা পালপাড়া, গালাগাঁও, ভাটিয়া গ্রামের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এসময় তিনি আর্থিক অনুদান দেন এবং মণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল মণ্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।