নোয়াখালী, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এসময় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।
তার সঙ্গে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মহাফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ স্থানীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।