নড়াইল, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আজ সোমবার সকাল ১১ টায় নড়াইল শিশু একাডেমি কার্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় বিষয়ক কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ। জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইউসুফ আলী, শিশু একাডেমির শিক্ষক সৌরভ ব্যানার্জী, জেসমিন আরা, সোনিয়া পারভীন ও মোহাম্মদ মহিউদ্দীন উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬০৬/টিকে