লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৩

লক্ষ্মীপুর, ৭ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের শিশুর করুণ মৃত্যু হয়েছে। একই সাথে মোটরসাইকেল চালক বাবা ও মা আহত হয়েছেন। নিহত শিশুর নাম জান্নাতুল মিম (১৫ মাস)। শিশুর বাবা শিপন হোসেন ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রায়পুর বাসাবাড়ী থেকে হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যার আগে রায়পুর উপজেলার সোনাপুর এলাকার নিজ বাসা থেকে শিপন হোসেন স্ত্রী এবং শিশুকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রায়পুর বাসাবাড়ী- হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে পৌঁছলে স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এসময় শিশুর বাবা এবং মা  আহত হন। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে শিশু মিম মারা গেছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে  দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ক্ষমতায় গেলে দেশের পররাষ্ট্রনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’ : তারেক রহমান
ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত
মাউশি’র মহাপরিচালক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার চালু
ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত 
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
১০