ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৩:২১

ঝালকাঠি, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল সোমবার  সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।

নলছিটি থানার ওসি আ. সালাম জানান, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সাকুরা পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা দ্রুত নামতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ 
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
যশোরে টাইফয়েড টিকাদান কর্মসূচি : সাংবাদিকদের নিয়ে কর্মশালা 
টাঙ্গাইলে নানা আয়োজন আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
রাজশাহীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ৮
পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ
বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক আকিক
কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশনা প্রকাশ
১০