বাগেরহাট, ৭ অক্টোবর ২০২৫ (বাসস) : সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবির ওসি শরিফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
আটককৃতরা হলেন; বাগেরহাট সদরের গোপালকাঠি গ্রামের শহিদুল হাওলাদারের পুত্র মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং একই এলাকার মো. আব্দুল হাইয়ের পুত্র মো. আশিকুল ইসলাম আশিক (২৫)। তাদের ঢাকার আশুলিয়া থানাধীন আশুলিয়া পল্লি বিদ্যুৎ এলাকায় নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নং কক্ষ থেকে রবিবার রাতে গ্রেফতার করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উল-হাসান বাসসকে জানান, বাগেরহাট সদর মডেল থানার মামলা নং-০২, সাংবাদিক হত্যা মামলায় গতকাল সোমবার সন্ধ্যায় তাদের আদালতে প্রেরণ করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বাসসকে বলেন, হত্যার সাথে জড়িত এজাহারভুক্ত আরও ৫ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদি।
উল্লেখ্য, সন্ত্রাসীরা গত ৩ আগস্ট সন্ধ্যায় শহরের হাড়িখালি স্কুলের মোড়ে চায়ের দোকানে দৈনিক ভোরের চেতনার বাগেরহাট স্টাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।