রাজবাড়ীতে শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৩:০৪
শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা গতকাল সন্ধ্যায় জেলায় অনুষ্ঠিত হয় ।ছবি: বাসস

রাজবাড়ী, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : শহীদ আবরার ফাহাদ-এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা গতকাল সন্ধ্যায় জেলায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সভায় এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. রহমত আলী এবং রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল কুদ্দুস বাবু। 

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ আজ শুধু একজন শিক্ষার্থী নন। তিনি ছিলেন স্বাধীনচেতা তরুণ প্রজন্মের প্রতিবাদের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের এক অনুপ্রেরণার নাম।

তিনি বলেন, তার মৃত্যু দেশের ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়ের সৃষ্টি করেছে। সেই বেদনাই এখন নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে এগিয়ে যেতে সাহায্য করছে। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ ২০১৮ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন ।

বক্তারা বলেন, আবরারের অপরাধ ছিল দেশের স্বার্থরক্ষা ও সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া দেশপ্রেম এবং দেশ রক্ষার লেখাগুলো ছিল এক তরুণ মনের স্বাধীন চিন্তার প্রতিফলন। সেই চিন্তাই আজ লাখো তরুণকে দেশপ্রেম, সাহস ও সত্যের পথে থাকতে অনুপ্রাণিত করছে। 

তারা বলেন, আবরার ছিলেন মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী এক দেশপ্রেমিক তরুণ। তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই।

বক্তারা আরও বলেন, আবরার ফাহাদ আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এক প্রতীক। তার রক্তে আজও ধ্বনিত হয় এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। তিনি তরুণ প্রজন্মকে দেখিয়ে গেছেন, দেশকে ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং সচেতনভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

আলোচনা সভায় বক্তারা শহীদ আবরারের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং তার হত্যার দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, আবরারের মতো সাহসী তরুণরা আমাদের জাতির ‘ভ্যানগার্ড’। যারা স্বাধীনতা, ন্যায়বিচার ও মর্যাদার পথ দেখায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজগঞ্জে ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশু টিকাদানের আওতায়
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ প্রেস সচিবের
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দলে পাঁচ নতুন মুখ
দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
১০