বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দলে পাঁচ নতুন মুখ

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৫:৪২

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : পাঁচ নতুন মুখ নিয়ে আসন্ন বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। পাশাপাশি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্যও ১৫ সদস্যের দল দিয়েছে আইরিশরা।   

২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করা টেস্ট দলের সাতজন এবং টি-টোয়েন্টি দলের এগারজনকে এবারের সিরিজে রেখেছে আয়ারল্যান্ড। 

অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বাধীন টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন কেড কারমাইকেল, লিয়াম ম্যাকার্থি, জর্ডান নেইল এবং স্টিফেন ডোহেনি। এর আগেও টেস্ট দলে ডাক পেলেও অভিষেক হয়নি গ্যাভিন হোয়ের। তবে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেকের পর ২ ম্যাচ খেলেছেন তিনি। 

হাঁটুর অস্ত্রোপচারের পর ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠেছেন অভিজ্ঞ পেসার মার্ক অ্যাডায়ার। টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে। কিন্তু টেস্ট দলে সুযোগ পাননি অ্যাডায়ার। ইনজুরি থেকে সুস্থ হয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার জশ লিটলও।

পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে ফিরেছেন টিম টেক্টর। দলে জায়গা ধরে রেখেছেন দুই সপ্তাহ আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া বেন ক্যালিটজ। 

১১ নভেম্বর থেকে টেস্ট এবং ২৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড টেস্ট দল : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং। 

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা শনিবার শুরু
সাতক্ষীরায় টাইফয়েডে টিকাদান বিষয়ক কর্মশালা 
বঙ্গোপসাগরে ভাসমান বিকল ট্রলার থেকে ২৬ জেলে জীবিত উদ্ধার
মেট্রোরেলের কমলাপুর অংশের সামগ্রিক অগ্রগতি ৬৪.২৩%
শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের নিন্দা
শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
ফেন্সিং কোচদের নিয়ে কাল শুরু অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স
বাংলাদেশে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌ জাহাজ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে লিফলেট বিতরণ
১০