সাতক্ষীরা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরদারকরণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় টাইফয়েড টিকাদান বিষয়ক প্রবন্ধ উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ থেকে ১৫ বছর বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে। সাতক্ষীরা জেলায় মোট ৫ লাখ ৭ হাজার শিশুকে বিনামূল্যে এক ডোজ করে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। মোট ১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।