ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ।
সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ওয়ানডে অভিষেক হচ্ছে ব্যাটার সাইফ হাসানের। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ৪ ইনিংসে ১৭৮ রান এবং আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৮২ রান করেন তিনি। দেশের হয়ে ইতোমধ্যে ৬টি টেস্ট ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাইফ।
দীর্ঘদিন পর ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন ব্যাটার নুরুল হাসান। সর্বশেষ ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলছেন তিনি।
ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানরা।
ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।
বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।।
আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, এএম গজানফর এবং বশির আহমেদ।