রংপুরে সাড়ে ৮ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

রংপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): সারাদেশের ন্যায় রংপুরেও সাড়ে ৮ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা। 

রংপুর জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ১০ হাজার ৬১৯ জন শিশু ও জেলার ৮ উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জন শিশু। ইতোমধ্যে জেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৫৬ জন এবং সিটি করপোরেশনে ৩৬ হাজার ৮৬ জন শিশু নিবন্ধনের আওতায় এসেছে। তবে নিবন্ধিত-অনিবন্ধিত সকল শিশুকেই এ টিকা দেওয়া হবে।

‘শিশু কিশোর ও নারী উন্নয়ন সচেতনতামুলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মিডিয়া কর্মীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে জানানো হয়, এক ডোজ টিসিডি টিকা দিন, আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচের শিশুকে টাইফয়েড টীকা দেওয়া হবে।

এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন- রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন গণসংযোগ অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইউনিসেফ প্রতিনিধি মঞ্জুর আহমেদ। 

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির। 

এতে বক্তব্য দেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, রংপুর রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে যুবলীগ নেত্রী লাজলী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির গ্রেফতার
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
১০