
জামালপুর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জামালপুর শহরে স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।
জামালপুর শহরের চারটি বিদ্যালয়ের বিতার্কিকরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কুলগুলো হলো- জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা বিদ্যালয়, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালপুর উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জামালপুর উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। তথ্য নিশ্চিত করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাইদ প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রতিযোগিতাটি পরিচালনা করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার আবদুল্লাহ আল মামুন বাবু এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব জাহাঙ্গীর সেলিম।