৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ কাল শুরু

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৪৯
ছবি : বাসস

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস) : বৃহস্পতিবার থেকে ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ)। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, টুর্নামেন্ট কমিটির সচিব ও যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগ। 

সংবাদ সম্মেলনে ডা. অনুপম হোসেন বলেন, ‘নারী বেসবলের বিকাশ, নারীদের ক্রীড়া অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় নারী দল গঠনের লক্ষ্যে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই বাংলাদেশ নারী বেসবল দল শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করুক।’

বিবিএসএ সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, ‘নারী বেসবল এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উদীয়মান শক্তি। এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রতিভাবান নতুন খেলোয়াড় বাছাই করা হবে।’ 

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো অনুষ্ঠিত হবে সিঙ্গেল এলিমিনেশন নকআউট পদ্ধতিতে। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী দলের জার্সি উন্মোচন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
১০