বাংলাদেশকে ১৫০ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:০৬

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। 

প্রথমে ব্যাট করে অ্যালিক আথানাজে ও অধিনায়ক শাই হোপের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ক্যারিবীয়রা। হোপ ৫৫ ও আথানাজে ৫২ রান করেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে দারুণ শুরুর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের করা ম্যাচের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং। কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি উইকেটরক্ষক ও অধিনায়ক লিটন দাস। 

তবে প্রথম উইকেটের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন পেসার তাসকিন আহমেদ। জীবন পাওয়া কিংকে ১ রানে শিকার করেন তাসকিন।

ম্যাচের শুরুতে সতীর্থকে হারানোর ধাক্কা ভালভাবে সামাল দেন ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার অ্যালিক আথানাজে ও অধিনায়ক শাই হোপ। মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫০ এবং ১০ ওভার শেষে স্কোর বোর্ডে ৯৪ রান তুলেন তারা।

ইনিংসের দশম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন আথানাজে। এজন্য ৩০ বল খেলেন তিনি। 

পরের ওভারে দলের শতরান পূর্ণ করেন আথানাজে ও হোপ। ঐ ওভারেই টি-টোয়েন্টিতে অষ্টম অর্ধশতকের দেখা পান হোপ। আথানাজের মতই ৩০ বল খেলেন তিনি। 

দারুণ ব্যাটিংয়ে শতরানের জুটি গড়া আথানাজে ও হোপকে বিচ্ছিন্ন করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ১২তম ওভারে জোড়া উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার। 

৫টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫২ রান করা আথানাজেকে শিকারের পরের ডেলিভারিতে শেরফানে রাদারফোর্ডকে খালি হাতে বিদায় দেন নাসুম। প্রথম ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছিলেন রাদারফোর্ড। 

জোড়া ধাক্কার পর ৬ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এসময় ৩টি করে চার-ছক্কায় হোপ ৩৬ বলে ৫৫, রোভম্যান পাওয়েল ৩ ও জেসন হোল্ডার ৪ রানে আউট হন। এতে ১ উইকেটে ১০৬ থেকে ১১৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ক্যারিবীয়রা।

উইকেট পতন ঠেকিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল করেন রোস্টন চেজ ও রোমারিও শেফার্ড। সপ্তম উইকেটে তাদের ২৭ বলে ২৬ রানের জুটিতে ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে পৌঁছায় সফরকারীরা।

পেসার মুস্তাফিজুর রহমানের করা শেষ ওভার থেকে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ওভারের প্রথম দুই বলে শেফার্ডকে ১৩ ও খারি পিয়েরেকে শূন্যতে থামান ফিজ। 

ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে ১ রান করেন আকিল হোসেন। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে অপরাজিত থাকেন চেজ। 

বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাসুম ৩৫ রানে এবং রিশাদ ২০ রানে ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
১০