
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রিয়াল মাদ্রিদের অধিনায়ক ডানি কারভাহালের ডান হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়ে সম্প্রতি মাঠের বাইরে চলে গেছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে লা লিগা টেবিলের শীর্ষে থাকা দলটি কারভাহালের ডান হাঁটুর ইনজুরির বিষয়টি নিশ্চিত করে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।
যদিও বিবৃতিতে নির্দিষ্টভাবে কারভাহালের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে রিপোর্টের তথ্যমতে পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন মাস সময় লাগবে। অর্থাৎ এ বছর আর তার মাঠে নামা হচ্ছেনা।
ইনজুরির বিষয়টি অভিজ্ঞ এই ফুল-ব্যাকের জন্য দারুন হতাশার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে সদ্য তিনি মাঠে ফিরেছিলেন।
বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কারভাহাল বদলী হিসেবে শেষ ১৯ মিনিট মাঠে ছিলেন। ম্যাচটিতে ঐ ম্যাচের একদিন পরেই তিনি ইনজুরিতে পড়েন। এর আগে গত বছর অক্টোবরে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রায় পুরো মৌসুমের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী কারভাহাল।
জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তিনি দলে ফিরেছিলেন। এরপর থেকে ফিটনেসের সমস্যায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ বেশ কিছু সাফল্য অর্জন করেছেন।
কারভাহালের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ রাইট-ব্যাক ফেডে ভালভার্দেকে দলে ফেরাবে বলে ধারণা করা হচ্ছে। বার্সেলোনার বিপক্ষেও ভালভার্দেই মূল দলে খেলেছেন। তবে কোচ জাবি আলোনসোর বিবেচনায় সম্প্রতি ইনজুরি থেকে ফেরা ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডও রয়েছেন।